1. news@uthsoberalo.com : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@uthsoberalo.com : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো
  3. info@www.uthsoberalo.com : উৎসবের আলো :
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূঞাপুরে ক্রেতা-বিক্রেতা শুন্য ঐতিহ্যবাহী গোবিন্দাসী পশুর হাট। মুন্সীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যারকারীর ফাঁসির দাবিতে বি‌ক্ষোভ ও মানববন্ধন। মুন্সিগঞ্জ পুলিশ লাইন্সে জেলা পুলিশ সুপার পরিদর্শন চুড়ান্ত ফলাফল প্রকাশ। বীরগঞ্জে শ্যামলী কোচের ধাক্কায় অটো চালক মোস্তফা নিহত, আহত-১। ভূঞাপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিস এর জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত। দুদক কী সত্য লুকোচ্ছে? মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল নিয়ে জনমনে ক্ষোভ ও প্রতিবাদ। মৌলভীবাজারে পুলিশের কনস্টেবল পদে নিয়োগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত। গোপালগঞ্জে দুই বাসের মধ্যে চাপা পড়ে মোটরসাইকেল চালক নিহত, বাসে আগুন দিল উত্তেজিত জনতা। মাদক মামলায় ০৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ০১ জন আসামী গ্রেফতার। ঠাকুরগাঁওয়ে সংরক্ষণের অভাবে কৃষকের উৎপাদিত আলু ২ মাস পার না হতেই পচন ধরে ফেলে দেয়া হচ্ছে আলু।

ভূঞাপুরে ক্রেতা-বিক্রেতা শুন্য ঐতিহ্যবাহী গোবিন্দাসী পশুর হাট।

উৎসবের আলো
  • প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

 

হাবিবুর রহমান সম্রাট তালুকদার, উপজেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঐতিহ্যবাহী গোবিন্দাসী পশুর হাট অচলাবস্থা। সপ্তাহের নির্দিষ্ট দিনে বসা এই হাটটিতে একসময় ভীড় জমাত শত শত ক্রেতা ও বিক্রেতা। যেখানে গরু-ছাগলের দাম দরের আওয়াজে মুখরিত থাকত হাট প্রাঙ্গণ।

অথচ আজ সেখানে দেখা মিলছে না আগের মতো ক্রেতা-বিক্রেতার ভিড়। এখন সেই দৃশ্য অনেকটাই অতীত। হাটজুড়ে শূন্যতা, পশু কম, ক্রেতা-বিক্রেতা নেই বললেই চলে।

রবিবার সরেজমিনে জানা যায়, গত কয়েক মাস ধরেই হাটে ক্রেতা-বিক্রেতা সংকট প্রকট আকার ধারণ করেছে। বিশেষ করে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি ও সাম্প্রতিক অর্থনৈতিক চাপের কারণে অনেকেই পশু কেনা থেকে বিরত থাকছেন।

অন্যদিকে বিক্রেতারা অনেকেই বলছেন, গত কয়েক বছর হাটের সার্বিক নিরাপত্তা ও স্বাস্থ্য সেবা সঠিক ভাবে না পাওয়ায় এবারে অনেকেই এই হাটে পশু নিয়ে আসতেও অনাগ্রহী হয়েছেন।

তবে প্রশাসন, প্রাণী সম্পদ অধিদপ্তর ও হাট কর্তৃপক্ষ সুত্রে জানা যায়, হাট ব্যবস্থাপনার উন্নয়নে তারা তৎপর। নিয়মিত পশু চিকিৎসক মোতায়েন, জীবাণুনাশক ছিটানো, জাল টাকা সনাক্তের বুথ, ট্রাফিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি শতভাগ নিশ্চিত করতে সব পদক্ষেপই নেওয়া হয়েছে।

হাটে আসা বিক্রেতা মোতালেব মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি গত হাটেও গরু নিয়ে এসেছিলাম, কাঙ্ক্ষিত দাম না পেয়ে ফিরে গেছি। আজও একই অবস্থা। খরচই উঠে না, লাভ তো দূরের কথা।”

অন্যদিকে একজন ক্রেতা ফরিদুল ইসলাম বলেন, পরে দাম বেশি হবে ভেবে আগেই হাটে এসেছি কোরবানির পশু ক্রয় করতে। হাটে গরু-ছাগলের সংখ্যা অনেক কম। দামও অনেক বেশি তাই ফিরে যাচ্ছি। ইনশাআল্লাহ সামনের হাটে কিনে ফেলবো।

স্থানীয় বাসিন্দা ও সাংবাদিক খায়রুল খন্দকার বলেন, “গোবিন্দাসী হাট শুধু কেনাবেচার জায়গা নয়, এটি আমাদের সংস্কৃতির অংশ। প্রশাসন, হাট কর্তৃপক্ষ ও জনগণের সম্মিলিত উদ্যোগেই আবারো হাটের প্রাণ ফিরে আসবে।

হাট সংশ্লিষ্ট একজন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল প্রামাণিক বলেন, ক্রেতা-বিক্রেতাদের আকৃষ্ট করতে হাটের প্রচারণা কার্যক্রম চালানো হচ্ছে। পলাতক সরকারের আমলে এলাকার প্রভাবশালীদের বাড়তি চাঁদা দিতে হত, তাই হাটটিতে পশু ক্রেতা-বিক্রেতারা আগ্রহ হারিয়েছিল। তবে এবার উপজেলা প্রশাসনের সহায়তায় শুধুমাত্র সরকারি ফি দিয়েই পশু ক্রয়-বিক্রয় হচ্ছে। আশা করি সামনের হাট গুলোতে ক্রেতা-বিক্রেতা আরো বাড়বে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন চন্দ্র দেবনাথ বলেন, “প্রতিটি হাটে ভেটেরিনারি মেডিকেল টিম মোতায়েন আছে। গরুর স্বাস্থ্য পরীক্ষা, টিকা প্রদান এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। তবে পশু কম থাকায় চিকিৎসা সেবা কম দিতে হচ্ছে।”

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বলেন, পশুর হাট গুলোতে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চুরি-ছিনতাই সহ বিভিন্ন অপরাধ দমনে আমাদের টহল টিম সাদা পোশাকেও কাজ করছে। আজকের হাটে ক্রেতা-বিক্রেতা কম ছিল। তবে সামনের হাটে ক্রেতা-বিক্রেতার চাপ অনেক বাড়বে। তারা যেন নিরাপদে লেনদেন করতে পারেন সেটি নিশ্চিত করতে কাজ করা হচ্ছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, উৎসবের আলো-২০২৫, অনুলিপি ও বাণিজ্যিক ব্যবহারের আগে অনুমতি আবশ্যক। আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট