হাবিবুর রহমান সম্রাট তালুকদার উপজেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে দেশের অন্যতম সুপার শপ স্বপ্ন এর শুভ উদ্বোধন করা হয়েছে। সারাদেশে সুনামরে সহিত দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছে এসিআই কোম্পানী। ইতিমধ্যে তাদের সর্বমোট ৬৪৫টি শাখা পয়েন্ট চালু করা হয়েছ। তারই ধারাবাহিকতায় ভূঞাপুরে নতুন এই শাখা সহ পুরো জেলায় মোট ১২টি শাখা রয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) সকাল পৌর শহরের অগ্রণী ব্যাংকের বিপরীতে হক সুপার মার্কেটে ফিতা কেটে ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে নতুন স্বনামধন্য প্রতিষ্ঠান স্বপ্ন সুপার শপের উদ্বোধন করেন ভূঞাপুর বাজার বণিক ব্যবসায়ী সমিতির সভাপতি শাহজাহান কবির লিটন।
এসময় উপস্থিত ছিলেন সুপার শপ স্বপ্নের পরিবেশক খন্দকার মাসুদ রানা, রিপোর্টার্স ইউনিটি ভূঞাপুর শাখার সভাপতি সাংবাদিক মিজানুর রহমান, সুশাসনের জন্য নাগরিক ভূঞাপর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হালিমুর রশিদ রিপন, স্বপ্ন এর অপারেশন ম্যানেজার ইমরান খান রানা, শাখা ম্যানেজার শফিকুল ইসলাম সজীব, পৌর যুবদলের আহবায়ক আকরাম হাসান জাহিদ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম বাবু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক খন্দকার আব্দুল হাই, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক তৌহিদুল আসলাম বিদ্যুৎ, সাংবাদিক খায়রুল খন্দকার ও তৌফিকুর রহমান (মানিক) ব্রাদার্স বাজারের স্বত্বাধিকারী আশিকুর রহমান সুরুজ, ইভান কম্পিউটার্স এন্ড ওয়াইফাই গ্যাজেটস এর স্বত্বাধিকারী কামরান পারভেজ ইভান প্রমুখ।
উদ্বোধনকালে ভূঞাপুর বাজার বণিক ব্যবসায়ী সমিতির সভাপতি শাহজাহান কবির লিটন বলেন, স্বপ্ন সুপার শপের যাত্রা শুরুর প্রধান লক্ষ্য হলো জনগণকে একই ছাদের নিচে সকল ধরণের সেরা পণ্যের সেবা প্রদান করা। মানুষ তার পছন্দ মতো নিত্য প্রয়োজনীয় পণ্য এখানে সুন্দর পরিবেশে কিনতে পারবেন।
এসময় স্বপ্ন সুপার শপের পরিবেশক খন্দকার মাসুদ রানা বলেন, ক্রেতা চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন করে আমরা এই স্বপ্নের যাত্রা।এখান থেকে ভোক্তারা সঠিক গুণগত মান বজায় রেখে সাশ্রয়ী মূল্যে ও বিভিন্ন অফারে নির্বিঘ্নে কেনাকাটা করতে পারবেন। আশার করছি সামনের মাস থেকে ১৫০ টাকায় গরুর মাংসের প্যাকেজ চালু হবে ইনশাআল্লাহ।
ক্রেতা রিপন বলেন,আমি স্বপ্নের কেনাকটা আগে অন্যান্য উপজেলা থেকে কিনতাম। এখন নিজ এলাকায় পেয়ে অনেক আনন্দিত। এতে আমাদের মত গ্রাহকরা স্বাচ্ছন্দে একই ছাদের নিচে সব কিনতে পারবেন।