সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চালু করা হচ্ছে রোগীর স্বজনদের জন্য বিশেষ কার্ড। দেড়শো টাকায় রোগীর সঙ্গে থাকা স্বজনরা এ কার্ড সংগ্রহ করতে পারবেন কাউন্টার থেকে। এতে হাসপাতালে অতিরিক্ত লোক সমাগম কমবে বলে মনে করছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রি জেনারেল ডা. উমর রাশেদ মুনির সাংবাদিকদের কাছে হাসপাতালের নতুন এই ব্যবস্থাপনা তুলে ধরেন।
এসময় হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী, সহকারি পরিচালক মোহাম্মদ বদরুল আমিন উপস্থিত ছিলেন।
অ্যাটেন্ডেন্ট কার্ডের নতুন এ ব্যবস্থা নিয়ে বিস্তারিত জানান ইনডোর মেডিকেল অফিসার ডা. কাজী আবদুল্লায় কায়সার।
হাসপাতালের ইনডোরে রোগীর সঙ্গে থাকা অতিরিক্ত অ্যাটেডেন্টের চাপে সেবা বিঘ্ন হচ্ছে। এ কারণে রোগীর প্রমাণপত্র সাপেক্ষে দেড়শো টাকার বিনিময়ে এ কার্ড সংগ্রহ করতে পারবেন রোগীর স্বজনরা। কার্ডটি ফেরত দিলে টাকা ফিরিয়ে দেয়া হবে বলেও জানায় কর্তৃপক্ষ।