নিজস্ব প্রতিবেদক
“বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ”-এর লক্ষ্যে কাজ করে যাওয়া সংগঠন ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) এবার পটুয়াখালী জেলায় তাদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে ৬ মাস মেয়াদে একটি আহ্বায়ক কমিটি গঠন করেছে।
২৩ জুলাই ২০২৫ তারিখে স্মারক নং আপবা/জেলা/কগ/০৭/২৫/০০৩ অনুযায়ী এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। নতুন কমিটিতে বিভিন্ন পেশা ও শ্রেণিপেশার ৬৭ জন সদস্য স্থান পেয়েছেন।
কমিটির নেতৃত্বে রয়েছেন জহিরুল ইসলাম (আহ্বায়ক)। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ রাব্বি রহমান, রেদোয়ান আহমেদ, সূবর্না জিপু এবং মোঃ নেছার উদ্দিন। সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন সাইফ আল ইমরান। এছাড়া যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন আবু হাসান মিলন, মোঃ রাব্বি হাসান, মুশফিকা আক্তার এবং জান্নাতুল ফেরদৌস।
কমিটিতে অন্তর্ভুক্ত বাকি সদস্যদের মধ্যে আছেন ছাত্র, যুবক, সমাজকর্মী, নারী নেত্রী এবং বিভিন্ন পেশার কর্মীরা, যারা জেলার বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন। এতে স্পষ্ট প্রতিফলন ঘটেছে সংগঠনের অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গির।
কমিটি গঠনের পর আহ্বায়ক জহিরুল ইসলাম বলেন, “আপ বাংলাদেশ একটি তরুণপ্রজন্মকেন্দ্রিক সংগঠন, যা বাংলাদেশের বৈষম্যহীন সমাজ নির্মাণের স্বপ্ন দেখে। আমরা জেলা পর্যায়ে এই আদর্শ বাস্তবায়নে কাজ করব।”
কেন্দ্রীয় আহ্বায়ক আলী আহসান জুনায়েদ জানান, “পটুয়াখালী একটি সম্ভাবনাময় জেলা। এখানকার তরুণরা অনেক সচেতন ও উদ্যমী। এই কমিটির মাধ্যমে সংগঠনটি স্থানীয় পর্যায়ে গণমানুষের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করতে পারবে।”
উল্লেখ্য, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) একটি উদীয়মান রাজনৈতিক-সামাজিক প্ল্যাটফর্ম, যা দেশের তরুণ সমাজকে কেন্দ্র করে গঠিত। সংগঠনটি গণতন্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার ও টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করছে।