হাবিবুর রহমান সম্রাট তালুকদার উপজেলা প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুরে গাঁজা বিক্রির অপরাধে ইউনিয়ন ছাত্রদল নেতার বাবা সায়েব মন্ডল (৬৫) কে তিন মাসের জেল ও নগদ ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
২১ জুলাই সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু আব্দুল্লাহ খানের নেতৃত্বে উপস্থিত ছিলেন থানার এস আই নজরুল সঙ্গীয় পুলিশ সদস্যরা।
কারাদণ্ড প্রাপ্ত সায়েব মন্ডল উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুবাড়ী এলাকার বাসিন্দা ও স্থানীয় ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল মণ্ডলের পিতা।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, অতীতেও সায়েব মন্ডলের বিরুদ্ধে ২০০৮ ও ২০১৭ সালে দুটি মাদক সংক্রান্ত মামলা ছিল। সায়েব মন্ডল ও তার পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার অভিযোগ ছিল। তার ছেলে জুয়েল ছাত্রদল নেতা হওয়ার প্রভাবে এলাকাবাসী প্রতিবাদ করতে পারেনি। পরে গতকাল ২০ জুলাই সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে গাঁজা সহ হাতেনাতে ধরা পরেন তিনি। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরে রাতে সায়েব মন্ডলকে ভূঞাপুর থানায় আটক রেখে আজকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫০০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু আব্দুল্লাহ খান।
ঘটনার বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম জানান, যৌথ বাহিনীর অভিযানে গতকাল রাতে এক মাদক কারবারিকে আটক করা হয় এবং আজ তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫০০ টাকা জরিমানা করেন। মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে।
ঘটনা প্রসঙ্গে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কাজী শাহিনুজ্জামান বলেন, “ঘটনার বিষয়ে ইতোমধ্যে অনলাইনে নিউজ দেখেছি, ছাত্রদল কোনোভাবেই মাদকের পক্ষে নয়। সংগঠনের কেউ মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকলে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”