হাবিবুর রহমান সম্রাট তালুকদার উপজেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ভূঞাপুর উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জনশক্তি সম্মেলন- ২০২৫।
২২মে (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার পৌর শহরের ফ্রেন্ডস কমিউনিটি সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মলনে বাংলাদেশ খেলাফত যুব মজলিস উপজেলা শাখার সভাপতি মাওলানা সোলায়মান হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ আবু বকর।
সম্মলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস টাঙ্গাইল জেলা শাখা সাধারণ সম্পাদক মাওলানা কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক মাওলানা জায়েদ হাবিব, বাইতুল মাল সম্পাদক মুহাম্মদ মুন্নাফ প্রামানিক, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আলী।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুফতি আবু ইউসুফ, বাইতুল মাল সম্পাদক জাহিদ হাসান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শেখ সাদী, যুব জমিয়ত বাংলাদেশ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আমিরুল ইসলাম, সাংবাদিক হাবিবুর রহমান সম্রাট, সাংবাদিক কামরান পারভেজ ইভান প্রমুখ।
এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সকল নেতৃবৃন্দ ও স্থানীয় আলেমগণ।
বাংলাদেশ খেলাফত যুব মজলিস উপজেলা শাখার সভাপতি মাওলানা সোলায়মান হোসাইন বলেন, আমাদের এই সম্মেলনের প্রধান উদ্দেশ্য ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা।