সাকিব আহসান
প্রতিনিধি,পীরগঞ্জ, ঠাকুরগাঁও
পীরগঞ্জ উপজেলায় এবছর 'যেথাই যাই ভুট্টা ক্ষেত দেখিতে পাই' এমন দশা।
কোনো জমি খালি পড়ে নেই। চারদিকে ভুট্টার সবুজ পাতা পীরগঞ্জের প্রকৃতিকে ঘন শ্যামলীমায় রূপান্তরিত করেছে।
পীরগঞ্জে এবছর আবাদ হয়েছে ১০০৩০ হেক্টর,হেক্টরপ্রতি লক্ষ্যমাত্রা সাড়ে এগারো টন। অনাকাঙ্ক্ষিত ঝড় ঝাপটা, শিলাবৃষ্টি যদি ভুট্টা ক্ষেতের কোমর না মটকায় তবে এবছরের ফলনে পীরগঞ্জ উপজেলায় ভুট্টার ফলন উদ্বৃত্ত হবে। যা সামগ্রিক অর্থর্নীতিতে প্রভাব বিস্তার করবে।সরেজমিনে ভুট্টাক্ষেত দেখতে গিয়ে ভুট্টা গাছের সবুজ পাতার হিম শীতলতা হৃদয় স্পর্শ করেছে। ঐশ্বরিক এক অনুভূতি।
গত বছরের তুলনায় এবার কৃষকেরা ভুট্টা আবাদে একটু বেশিই ঝুঁকেছে। জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন," আমরা আশাবাদী,এবছর ফলন ভালো হবে। দুর্যোগ নিয়ে শঙ্কা থাকলেও মনে হয় না তেমন একটা ঝড়ঝাপটা হবে। "
কিন্তু প্রকৃতির বৈচিত্র্যময়তার কারণে সপ্তাহব্যাপী ঝড় বৃষ্টিতে শুকানো ভুট্টা ভিজে গিয়ে নষ্ট হওয়ার মত পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
৮৫০ টাকা মন পাইকারি বাজারে বিক্রি হত। সাত দিনের ব্যাবধানে ৭৫০ টাকা মনে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে
ক্ষেতের ভুট্টার মূল্য ১৮ টাকা কেজি। কৃষক ইয়াকুব আলী বাঁশগাড়ার বুড়াধামে ৭ বিঘা জমিতে ২ লাখ টাকা বিনিয়োগ করে ভুট্টা আবাদ করেন। কিন্তু ঝড় বৃষ্টির কারণে তাকে লোকসান গুণতে হচ্ছে ৩৫ হাজার টাকা।
সরোয়ার হোসেন কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত