হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।
বাগেরহাটের রামপালে প্লাষ্টিক-পলিথিন দুষণ প্রতিরোধে বাজার কমিটি ও ব্যাবসায়ীদের সাথে করণীয় শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) বেলা ১১ টায় রামপাল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে খন্দকার জিলানী হোসেনের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় পেড়িখালী বাজার, গোনা বাজার, গিলাতলা বাজার, বাঁশতলী কালিগঞ্জ বাজার ও ইসলামাবাদ বাজারের প্রায় ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। এ সময় প্রধান অথিতির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। বিশেষ অথিতির বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, প্রেসক্লাব রামপাল এর সভাপতি ও বাংলদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র নেটওয়ার্ক সদস্য এম, এ সবুর রানা, প্রেসক্লাব রামপাল এর সহসভাপতি ও বেলা’র নেটওয়ার্ক সদস্য এ,এইচ নান্টু, রূপান্তর প্রতিনিধি পার্থ প্রতীম ঠাকুর, বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও ইয়োথ হাবের প্রতিনিধি মো. মাহাফুজ মাঝি, মো. ফারুক শেখ, ব্যাবসায়ী আ. সবুর মল্লিক প্রমুখ। ব্যাবসায়ীগণ পলিথিন ব্যবহার কমিয়ে আনার জন্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহনের পাশাপাশি বাজারগুলোর প্লাষ্টিক ও পলিথিনের দুষণ বন্ধে স্থায়ীভাবে বর্জ্য ডাম্পিং এর ব্যাবস্থা গ্রহনের দাবী করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি বলেন, আমাদের নিকটে সুন্দরবন। এর জীববৈচিত্র রক্ষার দায়িত্ব আমাদের। মাইক্রো প্লাষ্টিকের ভয়াবহ দুষণে জীববৈচিত্র মারাত্মক হুমকিতে পড়েছে। মানবদেহে এর ক্ষতিকর প্রভাব পড়েছে। আমাদের আগামী প্রজন্ম রক্ষায় অবশ্যই আমাদের প্লাষ্টিক পলিথিনের ব্যবহার কমিয়ে আনতে হবে। এ জন্য সকলকে এগিয়ে আসতে হবে। সবাইকে সচেতন হতে হবে।