হাবিবুর রহমান সম্রাট তালুকদার উপজেলা প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুর থানায় দায়ের করা নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে ভূঞাপুর উপজেলা যুবলীগের নেতা পাকের আলীকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছাব্বিশা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পাকের আলী ভূঞাপুর উপজেলার বীরহাটি গ্রামের বেলায়েত হোসেনের ছেলে।
পুলিশ জানায়, পাকের আলী দীর্ঘদিন ধরে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং উপজেলা পর্যায়ে একজন সক্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে মির্জাপুর থানায় দায়ের করা একটি নাশকতা মামলায় নাম থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর পাকের আলীকে মির্জাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, পাকের আলী মির্জাপুর থানার একটি নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি। তাকে গ্রেফতার করে মির্জাপুর থানায় প্রেরণ করা হয়েছে।