এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা সদর মীর্জনগর এলাকায় মালয়েশিয়া প্রবাসীর ঘরে তল্লাশি করে ৫ মন গাঁজাসহ ইসরাত জাহান ও তাসলিমা আক্তার নামে দুই মহিলা মাদক পাচারকারীকে আটক করেছে কোতোয়ালি মডেল থানাধীন ছত্রখিল পুলিশ ফাড়ির সদস্যরা।
বুধবার (১৪ মে) ভোরে জেলার সদর উপজেলার মীর্জানগর এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ সদস্যরা।
আটককৃত আসামি ইসরাত জাহান (১৯) জেলার সদর উপজেলার মির্জানগর গ্রামের মোতালেব মিয়ার মেয়ে ও তাসলিমা আক্তার (৩৭) মোতালেব মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খানের নির্দেশে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল বুধবার ভোর রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানাধীন মির্জানগর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোতালেবের ঘরে অভিযান চালিয়ে ঘরে লুকানো অবস্থায় ১০ টি বড় বস্তায় ভর্তি ৫ মন গাঁজা উদ্ধার করে পুলিশ। এসময় পুলিশ গাজা রাখার দায়ে দুই নারী ইসরাত জাহান ও তার মা তাসলিমাকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওমর ফারুক, হান্নান ও আমজাদ পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান আটককৃত আসামীদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।