হাবিবুর রহমান সম্রাট তালুকদার উপজেলা প্রতিনিধি!
"শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই" এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে ইসলামি আন্দোলন বাংলাদেশ ভূঞাপুর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ৭ মে) সকালে পৌর এলাকার ফ্রেন্ডস কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামি আন্দোলন ভূঞাপুর শাখার সভাপতি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামি আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আখিনূর মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার সদস্য মওলানা রেজাউল করিম, মুফতি আসাদুজ্জামান শামীম, মুফতি ফজলে রাব্বী, জাতীয় ওলামা মাসায়েখ আইম্মা ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি মুফতি শহিদুল ইসলাম ভূঞাপুরী, সঞ্চালনায় ছিলেন হাফেজ মওলানা মনোয়ার হোসেন।
বক্তারা বলেন, আমাদের লক্ষ্য সর্বস্তরের সুদ, ঘুষ, সন্ত্রাস, দুর্নীতি, খুন, ধর্ষণ, চুরি ডাকাতি, সহ সামাজিক ব্যাধি উচ্ছেদ করে গণ বিপ্লবের মাধ্যমে একটি সমাজ গঠন করা। অপরদিকে দারিদ্র্যের অভিশাপ থেকে এ জাতিকে মুক্ত করতে এর সর্বোত্তম ও সঠিক ব্যবহার, ব্যপক কর্মসংস্থ সৃষ্টি, দেশীয় শিল্পের বিকাশ, কৃষি বিপ্লবের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা উৎখাত করে যাকাত ও হালাল ব্যবসার নীতি বাস্তবায়নের মাধ্যমে স্বনির্ভর জাতি হিসেবে গড়ে তোলার চেষ্টা করা।
প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভার ১৭ জন সুরা সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এতে মুফতি আসাদুজ্জামান শামীম কে সভাপতি ও হাফেজ মওলানা মনোয়ার হোসেন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
সরোয়ার হোসেন কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত