1. news@uthsoberalo.com : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@uthsoberalo.com : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো
  3. info@www.uthsoberalo.com : উৎসবের আলো :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীলফামারীতে বিএনপি নেতা তুহিনের মুক্তির দাবীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। পীরগাছা তেতুলতলা ডারার পার,সরকারি রাস্তার ইট তুলে বিক্রি করেন,মাদক ব্যবসায়ী জাহিদুল ইসলাম। কুমিল্লার লাকসামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার। কুমিল্লায় বন‍্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ৭০টি সরকারি বসতঘর হস্তান্তর। জয়পুরহাটে জামায়াতের গণসংযোগ পক্ষের বিশাল শোডাউন। কুড়িগ্রামে নিজের দেওয়া ফাঁদে নিজেই নিহত। কক্সবাজার টেকনাফ শিশু ধর্ষণে অভিযুক্ত আসামী আটক। ভূঞাপুরে “স্বপ্ন ” এর ৬৪৫ তম শাখার শুভ উদ্ভোদন। রাজবাড়ীতে দোকানের বারান্দায় যুবকের মরদেহ,পরিবারের দাবি হত্যা। মৌলভীবাজার জেলা পুলিশের চৌকস অভিযানে ভাঙল ডাকাত চক্রের ঘাঁটি স্বর্ণ অর্থ ও অস্ত্রসহ গ্রেফতার ৭ জন।

পীরগাছা তেতুলতলা ডারার পার,সরকারি রাস্তার ইট তুলে বিক্রি করেন,মাদক ব্যবসায়ী জাহিদুল ইসলাম।

উৎসবের আলো
  • প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

 

মোস্তাক আহমেদ (বাবু) রংপুর,

রংপুরের পীরগাছা উপজেলার ৪নং অন্নদা-নগর ইউনিয়নে রাস্তার ইট কৌশলে বিক্রি করে। একই মৌজার বাসিন্দা,মা- দক ব্যবসায়ী,ও মাদক সেবনকারী মোঃ জাহিদুল ইসলাম। ও তার সঙ্গে থাকা,নাম অজানা অজ্ঞাত সঙ্গী জড়িত রয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

সরজমিনে গিয়ে যানা যায় ঃ মোঃ জাহিদুল ইসলাম বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে থানায় অগণিত মামলা রয়েছে বলে জানান এলাকাবাসী। গত ২৮/৪/২০২৫ ইং সোমবার রাত আনুমানিক,২টা থেকে ৩টার মধ্যে,সে তার লোকজন নিয়ে,ইউনিয়নের তেঁতুলতলা থেকে ডারার পার সংস্কারককৃত গ্রামীণ রাস্তা ও ব্রিজের উত্তর-পূর্ব দিক ও দক্ষিণ-পূর্ব দিকের পাশ থেকে রাস্তার ইট চুরি করেন। ফলে রাস্তাটি নতুন মাটি দিয়ে ও হেয়ারিং করা হলে,প্রচন্ড বৃষ্টিতে ভেঙে পড়ে যাচ্ছে। নির্মাণাধীন রাস্তাটি দুর্যোগ ব্যবস্থাপনার ডিডিএম অর্থায়নে নির্মিত করা হয়। রাস্তাটিতে নির্মাণে ব্যয় হয়েছে,প্রায় ৩৩,লাখ১৭,৯৫১,টাকা। সেই উন্নয়নমূলক নির্মা -ণাধীন ব্রীজের পাশ থেকে,রাতের অন্ধকারে রাস্তার ইট,চুরি করে নিয়ে যায়,মাদক সেবনকারী জাহিদুল। এর পূর্বেও ঐ সড়কের ইট চুরি করেন,গত ১০রমজান রাত আনুমানিক ১২/১,টার মধ্যে। এরপর রাস্তার ইট তুলে নিয়ে বিক্রি করেন, একই এলাকার অসহায় হতো দরিদ্র রিক্সা চালকের স্ত্রী সুফিয়া বেগমের বাড়ি থেকে চুরি যাওয়া ইট বের করেন। এলাকার যুবসমাজ বাড়ি ঘর ও পুকুর তল্লাশি করে ২১৬ টি ইট বের করেন তারা। এ ব্যাপারে,সুফিয়া বেগমকে প্রশ্ন কর- লে তিনি জানান,আমাকে বলেছিল ইটের ভাটা থেকে,ইট নিয়ে এসেছি। তাই আমি কম টাকাতে পাওয়ার লোভ সাম- লাতে না পারায়,পনেরশত টাকা দিয়ে কিনে ছিলাম,চোর মোঃ জাহিদুল ইসলামের নিকট। জানা যায়,মাদক সেবন করতে না পরলে,এই ধরনের চুরি সহ রাস্তার গাছ রাতের অন্ধকারে কেটে বিক্রি করেন সে। প্রায়ই বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত বলে জানান,স্থানীয় সাধারণ মানুষ। তাই এই চোর জাহিদুল,ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি,জানান এলাকাবাসী।

উল্লেখ্য যে ঃ ইট চুরির বিষয়টি নিয়ে,এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হলে।এবং তারা অত্র ইউনিয়নের গ্রাম পুলিশ মোঃ আমিনুল ইসলামকে অবগত করেন। পরক্ষণে খবর পেয়ে রংপুর দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার ক্রাইম রিপোর্টার (মোস্তাক আহমেদ(বাবু) চুরির বিষয়টি যথাযথ পুঙ্খানুপুঙ্খানু ভাবে সঠিক তথ্য উদঘাটনে সক্রিয় ভূমিকা রাখেন। এবং তাহা ভিডিও ফুটেজের মাধ্যমে নিশ্চিত করেন। পরে তিনি,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হক সুমন,ও পীরগাছা থানা,অফিসার ইনচার্জ নুর আলম সিদ্দিকি-কে মোবাইল ফোনের মাধ্যমে বিষয়টি অবগত করেন। এবং দ্রুত আইনআনুক প্রক্রিয়া গ্রহণ করার বিশেষ আহবান জানান।

এ বিষয়েঃ পীরগাছা উপজেলা ঊর্ধ্বতন কর্মকর্তা ও পীর- গাছা থানা ঊর্ধ্বতন কর্মকর্তা চুরির বিষয়টিকে আমলে নিয়ে দ্রুত গতিতে যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করবেন বলে নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট