এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার লাকসামে পারিবারিক কলহের জেরে মোসা. রোকসানা আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (৩০ এপ্রিল) সকালে জেলার লাকসাম উপজেলার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনিন সুলতানা।
রোকসানার পরিবারের দাবি, তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তারা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এরই জের ধরে রোকসানার স্বামী মো. ফয়সাল তাকে হত্যা করেছেন।
অন্যদিকে, নিহত রোকসানার স্বামী ফয়সালের পক্ষ থেকে দাবি করা হয়েছে এটি আত্মহত্যার ঘটনা। তিনি জানান, দাম্পত্য জীবনে কিছুদিন ধরেই মনোমালিন্য চলছিল, যা হয়তো রোকসানাকে মানসিক চাপে ফেলেছিল।
নিহত রোকসানার বাবা মো. আলী আশ্রাফ পলকোট গ্রামের বাসিন্দা, আর স্বামী মো. ফয়সাল গোবিন্দপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের পুত্র।
এ ঘটনাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনিন সুলতানা বলেন, খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় গৃহবধূ রোকসানা আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে। আমরা ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে লাশ পাঠিয়েছি। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা হয় নাই। মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।