1. news@uthsoberalo.com : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@uthsoberalo.com : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো
  3. info@www.uthsoberalo.com : উৎসবের আলো :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। গোপালগঞ্জে জেলা প্রশাসকের উদ্যোগে মহান মে দিবস ২০২৫ পালিত। কুমিল্লা চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭টি ড্রেজার মেশিন জব্দ। চাঁপাইনবাবগঞ্জে মহান মে দিবস উপলক্ষে রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। নীলফামারীতে বিএনপি নেতা তুহিনের মুক্তির দাবীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। পীরগাছা তেতুলতলা ডারার পার,সরকারি রাস্তার ইট তুলে বিক্রি করেন,মাদক ব্যবসায়ী জাহিদুল ইসলাম। কুমিল্লার লাকসামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার। কুমিল্লায় বন‍্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ৭০টি সরকারি বসতঘর হস্তান্তর। জয়পুরহাটে জামায়াতের গণসংযোগ পক্ষের বিশাল শোডাউন। কুড়িগ্রামে নিজের দেওয়া ফাঁদে নিজেই নিহত।

ববিতে লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে মিরাজ, সাহেদুল।

উৎসবের আলো
  • প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

 

ববি প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ২২ এপ্রিল (সোমবার) সমিতির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই ৫০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মিরাজ আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাহেদুল ইসলাম টিটুল।

সমিতির উপদেষ্টা ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল বাতেন চৌধুরী, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহফুজ আলম, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান রিফাত ফেরদৌস, প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাসিব এবং সাবেক সভাপতি তানজিদ শাহ জালাল ইমন ও সাধারণ সম্পাদক মো. শরীফ হোসেন, তাদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

এর আগে গত ১১ মার্চ ২০২৫, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে আয়োজিত লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির ইফতার মাহফিল, নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন মিরাজ আহমেদ। সাধারণ সম্পাদক হিসেবে সাহেদুল ইসলাম টিটুল এবং সাংগঠনিক সম্পাদক মো. ইমরান হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপদেষ্টা ড. আবদুল বাতেন চৌধুরী, যিনি নবনির্বাচিতদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

নবনির্বাচিত সভাপতি মিরাজ আহমেদ বলেন, “বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত লক্ষ্মীপুর জেলার সকল শিক্ষার্থীর মৌলিক সমস্যাগুলোর সমাধানে নতুন কমিটি কাজ করবে। পাশাপাশি উচ্চশিক্ষা শেষে সমৃদ্ধ ক্যারিয়ার গঠনের পথ তৈরি করতেও আমাদের পদক্ষেপ থাকবে। শিক্ষার্থীদের মানসিক বিকাশে সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি, ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের আবাসন ও অন্যান্য সহায়তা প্রদানের ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাল্লাহ।”

সাধারণ সম্পাদক সাহেদুল ইসলাম টিটুল বলেন, “লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। সদস্যদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা এবং শিক্ষার্থীদের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা প্রদান করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা সংগঠনটিকে আরও সক্রিয় ও শিক্ষাবান্ধব প্ল্যাটফর্মে রূপান্তরের জন্য কাজ করব।”

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রিংকু হোসাইন, মিনহাজ উদ্দিন, মোহাম্মদ আবদুর রহিম, অজয় সাহা ও সোহেল রানা। সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছেন আসিফুর রহমান ও জাহিদুল আলম রাফি। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন শিপন হোসেন, মো. নিহাল, ইসরাত জাহান মিহি, ফাহাদ হোসেন, ফাহিম মাহামুদ ও রেদোয়ানুল বারী।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইমরান হোসেন। সহ সাংগঠনিক সম্পাদক হয়েছেন আরমান হোসেন, এহসানুল হক দিহান, শেখ ফয়সাল, সাজেদা সেজা, মোশাররফ হোসেন শাওন, বাহার আলম, মো. তানজিল ইসলাম ও জান্নাতুল ফজিলত।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন দপ্তর সম্পাদক মেহজাবীন নওরোজ প্রীতি, উপ-দপ্তর সম্পাদক প্রণয় চন্দ্র কর, অর্থ সম্পাদক আহসানুল্লাহ শুভ, উপ-অর্থ সম্পাদক মোহন হোসেন শুভ, তথ্য ও যোগাযোগ সম্পাদক মো. সৈকত হোসেন, আপ্যায়ন সম্পাদক ইয়াছিন আরাফাত নিরব, ক্রীড়া সম্পাদক রাশেদ রাব্বানী, উপ ক্রীড়া সম্পাদক হাবিব খান, সাংস্কৃতিক সম্পাদক ফাহমিদা হক, পরিকল্পনা সম্পাদক মনির হোসেন, উপ-পরিকল্পনা সম্পাদক নিজাম উদ্দিন রাফি, প্রচার সম্পাদক শাহিদুল ইসলাম, ত্রাণ সম্পাদক ইশতিয়াক আহম্মেদ, ছাত্র বিষয়ক সম্পাদক খন্দকার আনাস রাফি, ছাত্রী বিষয়ক সম্পাদক ফারজানা ইসলাম আনিকা এবং শিক্ষা বিষয়ক সম্পাদক নাঈমুর রাহমান।

সহ সম্পাদক হিসেবে রয়েছেন হায়দার মাহমুদ পাটোয়ারী, মো. সাকিব, জাহিদুল ইসলাম ও লিখন মহাজন। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মো. জাহিদুল ইসলাম সিফাত, শামিম হোসেন, আব্দুল কাদের জীবন, সৌরব হোসেন আরমান, মো. মামুনুর রশিদ শুভ্র, মো. তামিম, আনোয়ার হোসেন শুভ এবং রবিউল ইসলাম রবিন।

নবগঠিত কমিটির মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ে লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীদের কল্যাণে আরও গতিশীল ও কার্যকরী ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংগঠনের উপদেষ্টা ও দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট