হাবিবুর রহমান সম্রাট তালুকদার উপজেলা প্রতিনিধি ,
টাঙ্গাইলের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) ভূঞাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে শহীদ বেদীতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা প্রশাসন ও উপজেলার বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান ।
স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে উপজেলা নির্বাহী অফিসার পপি খাতুন, উপজেলা সহকারী কমিশনার ভূমি তারিকুল ইসলাম , ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম , এ সময় উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তলোন করা হয়। এছাড়া ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আকর্ষণীয় কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় উপজেলা চত্বরে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয় উপজেলা প্রশাসন।
এসময় মুক্তিযোদ্ধারা বলেন, ৩০ লাখ শহীদের বুকের তাজা লাল রক্তে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এ স্বাধীনতা।
উপজেলা নির্বাহী অফিসার পপি খাতুন মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শুভেচ্ছা জানান । সেই সাথে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।