এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার দেবিদ্বারে উপজেলা প্রজাপতি বাজারে ডাকাতি প্রস্তুতিকালে ৩ ডাকাতকে আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশিয় অস্ত্র, ডাকাতির সরঞ্জামাদি ও একটি পিকআপ জব্দ করেছে পুরিশ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২.৩০ মিনিটে জেলার দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নে প্রজাপতি বাজার এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ।
থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ২.৩০ মিনিটে দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নে প্রজাপতি বাজারে ডাকাতি প্রস্তুতি নিচ্ছে। এমন খবরে থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার সময় পুলিশ ৩ ডাকাতকে আটক করে। এসময় ডাকাতির কাজে ব্যবহারের জন্য আনা দাড়ালো অস্ত্র, লোহার পাইপ, রড, একটি পিকআপসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দেবিদ্ধার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন ইলিয়াস জানান আটককৃত ৩ ডাকাতকে বুধবার কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সরোয়ার হোসেন কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত