মোঃ খাদেমুল ইসলাম,
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় তেতুলিয়ায় অবৈধভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশের সময় সুমন রায় (২৬) নামে
এক যুবকে আটক করেছে বিজিবি ।
রবিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পুরাতন বাজার সীমান্তবর্তী মেইন পিলার ৪৪৩ এর ২সাব পিলারের ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অতিক্রম করার সময় বাংলাদেশী নাগরিক শ্রী সুমন রায় (২৬)কে আটক করে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের তেঁতুলিয়া কোম্পানির সদস্যরা। সুমন ঠাকুরগাঁও জেলার ঢেলারহাট এলাকার শ্রী অরুণ রায়ের পুত্র। রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভারত হতে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মহানন্দা নদীতে পাথর শ্রমিকরা দেখতে পেয়ে বিজিবির টহল দলকে সংবাদ দিলে অফিসার সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে সুমনকে আটক করে বিজিবি।
বিজিবি জানায়, পাসপোর্ট ব্যতিত অবৈধভাবে গত বছর ২০ নভেম্বর আটোয়ারী উপজেলার মির্জাপুর সীমান্তবর্তী এলাকা দিয়ে দালাল চক্রের মাধ্যমে ভারতে অনুপ্রবেশ করেন সুমন। পরে তাকে আটক করে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়।
তেঁতুলিয়া বিজিবি কোম্পানি সদরের হাবিলদার জালাল উদ্দীন জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন বাজার এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত কবির জানান, বিজিবি আটক করে থানায় হস্তান্তর করেছে মামলার প্রস্তুতি চলছে
সরোয়ার হোসেন কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত