1. news@uthsoberalo.com : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@uthsoberalo.com : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো
  3. info@www.uthsoberalo.com : উৎসবের আলো :
শুক্রবার, ০২ মে ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। গোপালগঞ্জে জেলা প্রশাসকের উদ্যোগে মহান মে দিবস ২০২৫ পালিত। কুমিল্লা চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭টি ড্রেজার মেশিন জব্দ। চাঁপাইনবাবগঞ্জে মহান মে দিবস উপলক্ষে রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। নীলফামারীতে বিএনপি নেতা তুহিনের মুক্তির দাবীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। পীরগাছা তেতুলতলা ডারার পার,সরকারি রাস্তার ইট তুলে বিক্রি করেন,মাদক ব্যবসায়ী জাহিদুল ইসলাম। কুমিল্লার লাকসামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার। কুমিল্লায় বন‍্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ৭০টি সরকারি বসতঘর হস্তান্তর। জয়পুরহাটে জামায়াতের গণসংযোগ পক্ষের বিশাল শোডাউন। কুড়িগ্রামে নিজের দেওয়া ফাঁদে নিজেই নিহত।

কুমিল্লা শিক্ষা বোর্ডের উদ্যোগে আন্ত:কলেজ এ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন।

উৎসবের আলো
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

“ক্রীড়া নৈপুন্যে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড উদ্যোগে আন্ত: কলেজ এ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৫ এর চুড়ান্ত পর্ব মঙ্গলবার (২৫ফেব্রুয়ারী) সকালে সাড়ে নয়টা কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের আয়োজনে প্রধান অতিথি হিসেবে আন্তঃ কলেজ এ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ শামছুল ইসলাম।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সুধারাম ও ময়নামতি সহ ২টি অঞ্চলের চুড়ান্ত পর্বে ২০ টি কলেজের ৯৬ জন প্রতিযোগি চুড়ান্ত পর্বের খেলায় অংশ নেয়।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ শামছুল ইসলাম বলেন, শরীর মনকে সুস্থ রাখতে হলে খেলাধুলার একান্ত প্রয়োজন। ক্রীড়া হচ্ছে উৎকর্ষ সাধনের শ্রেষ্ঠ মাধ্যম। উপস্থিত প্রতিযোগী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ক্রীড়া মানুষের মনকে সুস্থ রাখে এবং শৃংখলাবোধ শিক্ষা দেয়। তোমরাই আগামী বাংলাদেশের ভবিষৎ। তাই প্রতিটি সময়কে গুরুত্ব দিয়ে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে নিজেদেরকে তৈরি করতে হবে এবং ক্রীড়া সুলভ মন নিয়ে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ নূরুন্নবী আলম এর সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, বোর্ডের উপ-সচিব (একাডেমিক) ও ক্রীড়া কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাফায়েত মিয়া।
স্বাগত বক্তব্যে সাফায়েত মিয়া প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সকলকে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। পাশাপাশি সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং বর্তমান শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এর নেতৃত্বে কুমিল্লা শিক্ষাবোর্ড উন্নয়নের পথে এগিয়ে যাবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সচিব প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান। এছাড়া বিশেষ অতিথি ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাসরিন ও বিদ্যালয় পরিদর্শক রীতা চক্রবর্তী ও জেলা ক্রীড়া কর্মকর্তা সুমন কুমার মিত্র।
একই দিন বিকেলে পুরষ্কার বিতরণ পর্বে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠান আন্তঃকলেজ এ্যাথলেটিকস টুর্নামেন্ট প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক আবুল হাসনাত বাবুল, ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু।
অনুষ্ঠানে বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃ শামছুল ইসলামকে ফুল দিয়ে বরণ করা হয় । পরে জাতীয় সংগীত পরিবেশনার সাথে সাথে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন শেষে প্রধান অতিথি বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে আন্তঃকলেজ এ্যাথলেটিকস প্রতিযোগিতার চুড়ান্ত পর্বের শুভ উদ্ভোধন ঘোষনা করেন।
এসময় প্রতিযোগিতায় বোর্ডের উর্ধতন কর্মকর্তা, অংশগ্রহণকারী বিভিন্ন কলেজ থেকে আগত শিক্ষক ও প্রতিযোগি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট