মোঃ আফতাবুল আলম
আজ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সকাল ১০ টায় পিটিআই মিলনায়তন, রাজশাহীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে “দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আসিফ নজরুল, মাননীয় উপদেষ্টা, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব বাহারুল আলম, বিপিএম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ, জনাব মো: আসাদুজ্জামান, অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ ও জনাব মো: তাজুল ইসলাম, চিফ প্রসিকিউটর (অ্যাটর্নি জেনারেল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কর্মশালায় সভাপতিত্ব করেন জনাব নাসিমুল গনি, সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
কর্মশালায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ২২ জন বিভিন্ন পদের কর্মকর্তাসহ রাজশাহী বিভাগের প্রশাসন, বিচার বিভাগ, পিপি/এপিপি ও রাজশাহী রেঞ্জের পুলিশের বিভিন্ন পদের কর্মকর্তাসহ দুইশত জন অংশগ্রহণ করেন।
কর্মশালা শেষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয় আগত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করেন।
এর আগে কর্মশালায় যোগদানের উদ্দেশ্যে মাননীয় আইজিপি মহোদয় আরএমপি অফিসার্স মেসে আসলে আরএমপি’র একটি চৌকস দল আইজিপি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন।