মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি :
জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারী-২০২৫) নার্সিং কলেজ অডিটোরিয়ামে জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ বলেন, নার্সিং এ রয়েছে সকল মানুষের সেবা করার সুযোগ। নার্সিং এমন একটি পেশা যাতে প্রশিক্ষিত হলে সমাজের সকল শ্রেণির মানুষের সেবা করা যায়। নার্সিং এমন একটি পেশা এ পেশায় নিয়োজিত হলে নিজের জীবনমানের উন্নতির পাশাপাশি মানবসেবা করার দুর্লভ সুযোগও পাওয়া যায়। যা অন্য পেশায় সহজে পাওয়া যায় না। বিশ্বের হাজারো পেশার ভিড়ে নার্সিং পেশাটি এখন দিনে দিনে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের প্রতিটি দেশেই নার্সের চাহিদা রয়েছে।
দিনাজপুর নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন সাত্তার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আবু তাহের আবু, আজীবন সদস্য মো. মমিনুল ইসলাম, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইন্সটিটিউট-এর ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ সুধা রঞ্জন রায় ও উপাধ্যক্ষ মোসাঃ মোস্তফা বেগম।
দিনাজপুর নার্সিং কেয়ার কলেজের শিক্ষক রাজু আহমেদ ও উর্মি আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন ডিপ্লোমা ৩য় বর্ষের ছাত্র বাশার ও পবিত্র গীতা থেকে পাঠ করেন ডিপ্লোমা ২য বর্ষের ছাত্রী দিপা রানী।