1. news@uthsoberalo.com : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@uthsoberalo.com : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো
  3. info@www.uthsoberalo.com : উৎসবের আলো :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ভূঞাপুরে মাদ্রাসা ছাত্রকে যৌন নির্যাতনের অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক গ্রেফতার। অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৫। ভূঞাপুরে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ধামাচাপার চেষ্টা প্রভাবশালীদের। পটুয়াখালীতে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর জেলা আহ্বায়ক কমিটি গঠন। ভূঞাপুরে মাদক বিক্রির দায়ে ছাত্রদল নেতার বাবার ৩ মাসের জেল। আবারো টাঙ্গাইল ডিএনসির বিরুদ্ধে মাদক অভিযানের নামে নগদ টাকা লুটের অভিযোগ। ভূঞাপুরে পূর্ব বিরোধের জেরে প্রকাশ্যে গণপিটুনি: হামলাকারী ৬ জন গ্রেফতার। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন আল আমিন হাওলাদার। ভূঞাপুরে ক্রেতা-বিক্রেতা শুন্য ঐতিহ্যবাহী গোবিন্দাসী পশুর হাট। মুন্সীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যারকারীর ফাঁসির দাবিতে বি‌ক্ষোভ ও মানববন্ধন।

নীলফামারী জেলা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন – প্রচার প্রচারণায় ব্যাস্ত প্রার্থীরা।

উৎসবের আলো
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

 

আব্দুস সালাম নীলফামারীঃ নীলফামারী জেলা আইনজীবী সমিতির ২০২৫-২৬ সালের দ্বি-বার্ষিক নির্বাচন শুরু হয়েছে। এবারের নির্বাচনে ৯টি গুরুত্বপূর্ণ পদে মোট ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিযোগিতাপূর্ণ এই নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা ইতোমধ্যে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।

সমিতির সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ ও অ্যাডভোকেট আব্দুল লতিফ সরকার। প্রত্যেকেই আইনজীবীদের স্বার্থ রক্ষা, পেশাগত উন্নয়ন এবং সমিতির অবকাঠামোগত উন্নয়নের অঙ্গীকার করছেন। সহ-সভাপতির পদেও রয়েছে ৩জন প্রতিদ্বন্দ্বী, তারা হলেন— অ্যাডভোকেট আশরাফুল লতিফ কিবরিয়া (বুলবুল), অ্যাডভোকেট মো. আমিনুর রহমান ২ ও অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ। এসব প্রার্থীরা আইনজীবীদের কল্যাণে নতুন পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট মোহাম্মদ কামরুজ্জামান (শাসন), অ্যাডভোকেট মো. কাজী ফয়েজ-উল হক (শিশির) ও অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী। এই পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়, কারণ সাধারণ সম্পাদক সমিতির সার্বিক ব্যবস্থাপনা ও কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উন্নত পরিষেবা, আইনজীবীদের পেশাগত প্রশিক্ষণ এবং ডিজিটাল ব্যবস্থাপনার প্রতিশ্রুতি দিচ্ছেন।

এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. হাসনেন ইমাম সোহেল ও অ্যাডভোকেট বাবু সন্তোষ কুমার বিশ্বাস ও সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. সেলিম শাহ ও গোলাম মোস্তফা সজীব প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তারা তাদের প্রচার প্রচারণায় সমিতির আধুনিকায়ন এবং কার্যকর নেতৃত্ব প্রদানের অঙ্গীকার বিশেষভাবে গুরুত্ব দিবেন বলে ভোটারদের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন।

কোষাধক্ষ পদে অ্যাডভোকেট মো. ফারুক হোসেন সরকার ও মো. আসাদুজ্জামান খান (রিনো) প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা সমিতির আর্থিক স্বচ্ছতা এবং ব্যয় ব্যবস্থাপনায় দক্ষতার প্রতিশ্রুতি দিয়ে চলেছেন।

এছাড়াও লাইব্রেরি সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২জন। তারা আইনজীবীদের জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে আধুনিক গ্রন্থাগার সুবিধা সম্প্রসারণের পরিকল্পনার প্রতিশ্রুতি দিচ্ছেন।

ধর্ম ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদেও রয়েছে ২জন প্রতিদ্বন্দ্বী, যারা সমিতির সাংস্কৃতিক কার্যক্রমকে আরও গতিশীল করার পরিকল্পনা করছেন। সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২ জন প্রার্থী, তেনারা আইনজীবীদের কল্যাণ ও স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান।

এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২২১ জন। আগামী ৩০ জানুয়ারি ভোটের দিনটি উপলক্ষে আইনজীবীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা গেছে।

নীলফামারী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ী প্রার্থীদের সামনে বিভিন্ন চ্যালেঞ্জ থাকবে, যার মধ্যে রয়েছে আইনজীবীদের পেশাগত উন্নয়ন, কর্মপরিবেশের উন্নতি, নতুন সুযোগ-সুবিধার সংযোজন এবং সদস্যদের মতামতের প্রতি গুরুত্ব দেওয়া।

নির্বাচনের ফলাফল প্রকাশের পর আইনজীবী মহলে কী প্রতিক্রিয়া দেখা যায় এবং নতুন নেতৃত্ব কীভাবে সমিতির কার্যক্রম পরিচালনা করে, তা নিয়ে সবার মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, উৎসবের আলো-২০২৫, অনুলিপি ও বাণিজ্যিক ব্যবহারের আগে অনুমতি আবশ্যক। আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট