এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
নাম প্রকাশে অনিচ্ছুক ভূক্তভোগী এতিমখানা ছাত্র ও শিক্ষকরা জানান, আমাদের খাবারের জোগান দশজনের সাহায্য অনেক কষ্ট করে জোগাড় হয় আর সেই খাবারে প্রতিদিন নিজের বাড়িতে না খেয়ে আমাদের খাবারে ভাগ বসিয়ে আমাদের খাবারে ঘাটতি করে দেয় দুতিয়ার দীঘির পাড় এলাকার ও ম্যানেজিং কমিটির দুই সদস্য জুলফু মিয়া ও মামুন মিয়া।
যেখানে এতিমদের খাবারই আসে দশজনের সহযোগিতায় সেখানে প্রতিদিন দুজনের খাবার খেয়ে এতিমদের রিজিক মেরে নিজেদের পেট পোরানোর হাত থেকে বাচাতে প্রশাসনের সহযোগিতা কামনা করছেন এতিমখানার ছাত্র শিক্ষক ও স্থানীয়রা